সাটুরিয়া প্রতিনিধি, ৯ জুলাই:
সাটুরিয়া উপজেলায় ঈদুল আযহা উপলক্ষে ৯৩০ জন দুস্থ্যদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুর ২ টার দিকে বালিয়াটি ইউনিয়ন পরিষদ চত্তরে এই চাল বিতরণ উদ্বোধন করেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।
বালিয়াটি ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ পরিচালক (ভিজিডি-১) শিবপদ মন্ডল।
এসময় ইউপি সচিব মো. হানিফ আলীসহ, স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও ইউপি সদস্য, সদস্যাগণ উপস্থিত ছিলেন।
সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো বলেন, এই করোনা মহামারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে থেকে জাহিদ মালেক স্বপন আপনাদের ১০ কেজি করে চাল দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আপনারা সচেতন হন, নইলে করোনা সংক্রমণ আরো বৃদ্ধি পাবে।
বালিয়াটি ইউপি চেয়ারম্যান মো. রহুল আমিন বলেন, পবিত্র ইদুল আযহা উপলক্ষে বিশেষ ভিজিএফ কর্মসূচীর আওতায় ক্যাভিড ১৯ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ্য ৯৩০টি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হল। এর বাইরেও উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষের ও ৩৩৩ নাম্বারে ফোন দিলে খাবার পৌছে যাবে আপনাদের ঘরে। তবুও আপনারা বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৯ জুলাই ২০২১।