বালিয়াটীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন

সাটুরিয়া প্রতিনিধি, ৩০ নভেম্বর:

মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, যৌতুক, নারী পাচার ও যৌন হয়রানির প্রতিবাদে সচেতনা বৃদ্ধির লক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১ টার দিকে মানিকগঞ্জের ৭টি উপজেলার ৬৫ টি ইউনিয়নে একযোগে এ মানবন্ধনের আয়োজন করা হয়।

জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়ন পরিষদের সামনের মানবন্ধনে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এস, কে রিমা, ইউপি সচিব মো. হানিফ আলী, আওয়ামী লীগ নেতা আশরাফুল হক সুহেল, বাবুল হোসেন, উদ্যোক্তা হাসান ফয়জী সহ আরও অনেকে।

মানবন্ধনে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত ওয়ার্ড সদস্যা, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য, স্থানীয় শিক্ষক, সাংবাদিকসহ বিভিবন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩০ নভেম্বর ২০২০।

আরো পড়ুুন