সাটুরিয়া প্রতিনিধি, ১৫ আগষ্ট:
বালিয়াটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতীয় শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৫ টার দিকে পরিষদ চত্তরে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়।
এতে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছুজ্জামান চৌধুরী মিরান , বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, বালিয়াটি ইউনিয়নের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ভজন গোস্বামী, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সরদার আব্দুস সালাম, বালিয়াটি ঈশ্চর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানিজং কমিটির সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্বাস আলী, বালিয়াটি ইউনিয়ন পরিষদের সচিব মো. হানিফ আলী, ইউপি সদস্য বুলবুল ইসলাম, জহিরুল ইসলাম, বিনদ আলী, মনির হোসেন দুর্লভ।
এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দোয়া মাহফিলে অংশ গ্রহণ করে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৫ আগষ্ট ২০২২।