সাটুরিয়া প্রতিনিধি, ১৫ আগষ্ট:
স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিনের সভাপতিত্বে সোমবার বিকাল ৫ টার দিকে বালিয়াাটি জমিদার প্রাঙ্গনে সভা শুরু হয়।
এতে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমরেন্দ্র সাহা লাহোর, বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারেক মাস্টার, সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা দুলাল গোস্মামী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রামকৃষ্ণ সাহা, সাটুরিয়া উপজেলা বিআরডিবির সভাপতি শাহ্ আলম মাস্টার, সাটুরিয়া উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিক উজ জামান জুয়েল, সহ সম্পাদক বাবুল হোসেন, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনসহ আরও অনেকেই।
এছাড়া বালিয়াটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতা কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৫ আগষ্ট ২০২২।