সাটুরিয়া প্রতিনিধি, ৩১ মে.
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের উম্মক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুুরে ইউনিয়ন পরিষদের হলরমে ২ কোটি ৬ লক্ষ ৬০ হাজার ৫২০ টাকার বাজেট ঘোষণা করা হয়।
বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী এ বাজেট পেশ করেন।
পরে উন্মুক্ত সভায় বালিয়াটি ইউনিয়ন সচিব মো. হানিফ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছালত জামান খান আরিফ, নৌবাহিনীর সাবেক ক্যাপ্টেন মো. জহিরুল ইসলাম মল্লিক, বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সরদার মো. আব্দুস সালাম সরদার।
এ সময় ইউপি সদস্য মো. জুলহাস উদ্দিন, চান মিয়া, আরিফ হোসেন, আবুল হোসেন, মো. বিনোদ আলী, হাবিবুর রহমান, মো. জহিরুল ইসলাম, মনির হোসেন, সাজেদা আক্তার, শেফালী আক্তার, আইরিনসহ বালিয়াটি ইউনিয়নে বিভিন্ন ব্যত্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় সম্ভাব্য বাজেট ঘোষনা করা হয়েছে ২ কোটি ৬ লক্ষ ৬০ হাজার ৫২০ টাকা। আর ব্যায় ধরা হয়েছে ২ কোটি ৬ লক্ষ ২ হাজার ২০ টাকা। স্থিতি রাখা হয়েছে ৫৮ হাজার ৫ শত টাকা।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩১ মে ২০২২।