বালিয়াটিতে স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে যাকাতের কাপড় বিতরণ

সাটুরিয়া প্রতিনিধি, ৩০ এপ্রিল.
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন এর পক্ষে বালিয়াটিতে যাকাতের কাপড় বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে বালিয়াটি মিনি পার্কে এ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. রুহুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. শাহালম মাষ্টার, যুবলীগ নেতা বাবুল হোসেন, বালিয়াটি ইউপি সদস্যা শেফালি আক্তারসহ অনেকে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন বলেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন ঈদুল ফিতরের শুভেচ্ছা হিসেবে এ উপহার পাঠিছেন। তিনি আমার মাধ্যমে আপনাদের সালাম জানিয়েছেন, আজ অত্র ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ১৫০ জন দুস্থ্যদের মাঝে এ কাপর বিতরণ করা হল। তিনি তার নির্বাচনী এলাকা সাটুরিয়া ও মানিকগঞ্জ সদরের মোট ১৬ টি ইউনিয়নে মোট ২ হাজার ৪ শত কাপর বিতরণ সম্পন্ন করেছেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩০ এপ্রিল ২০২২।
আরো পড়ুুন