বালিয়াটিতে শেখ রাসেল দিবস পালিত

সাটুরিয়া প্রতিনিধি, ১৮ অক্টোবর

মানিকগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে শেখ রাসেল দিবস। দিবসটি উপলক্ষে বালিয়াটি ইউনিয়ন পরিষদের আয়োজনে সোমবার বিকাল ৫ টার দিকে পরিষদ চত্তরে আলেচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. রহুল আমিন প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমরেন্ধু সাহা লাহোর, বালিয়াটি ঈশ্চর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছালত জামান খান আরিফ, বালিয়াটি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. লিয়াকত আলী।

পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সভা ও মিলাদ মাহফিলে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৮ অক্টোবর ২০২১।

আরো পড়ুুন