বালিয়াটিতে ভিজিএফের চাল বিতরণ

সাটুরিয়া প্রতিনিধি, ২৫ এপ্রিল:

সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ৬৭৬ জন দুস্থ্য মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১১ টার দিকে পরিষদ চত্তরে এই চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার উদ্দিন সরকার।

বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন, বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. রহুল আমিনসহ আরও অনেকেই।

এসময় হরগজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান জ্যোতি, বালিয়াটি ইউনিয়ন পরিষদের সচিব মো. হানিফ আলীসহ ইউপি সদস্য, সদস্যগণ ছাড়াও বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বালিয়াটি ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৬৭৬ জন দুস্থ্য পরিবারের মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৫ এপ্রিল ২০২২।

আরো পড়ুুন