বালিয়াটিতে ভিজিএফের চাল বিতরণ

সাটুরিয়া প্রতিনিধি, ৬ জুলাই:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বালিয়াটি ইউনিয়নে দুস্থ্যদের মাঝে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এর পক্ষে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১১ টার দিকে ইউনিয়ন পরিষদ চত্তরে এ চাল বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চেীধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বালিয়াটি ম্যানেজিং কমিটির সদস্য মো. আব্বাস আলী, ইউপি সচিব হানিফ আলী, ইউপি সদস্য মো. জুলহাস উদ্দিন, আইরিন আক্তারসহ আরও অনেকে।

এসময় বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চেীধুরী বলেন, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী প্রতি বছর ঈদের আগে শুভেচ্ছা জানান। প্রতি বছরের ন্যায় আপনার যাতে একটু স্বাচ্ছন্দে চলতে  পারেন তার জন্য এই চাল দেওয়া। তিনি নিজে এসে এ চাল বিতরণ করার কথা ছিল। তিনি হজে আছেন বিধায় আসতে পারেন নি। আপনারা তার জন্য ও প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। আর সামনেই জাতীয় নির্বাচন। আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের নেতা জাহিদ মালেক কে এমপি বানাবেন।

বালিয়াটি ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৬৭৬ জন দুস্থ্য মহিলা ও পুরুষদের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৬ জুলাই ২০২২।

আরো পড়ুুন