বালিয়াটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

সাটুরিয়া প্রতিনিধি, ১৭ মার্চ :

সাটুরিয়া উপজেলার বালিয়াটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

বালিয়াটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং কেক কেটে দিবসটি পালিত হয়েছে।

বুধবার (১৭ মার্চ)  সাটুরিয়া উপজেলা বালিয়াটি পরিষদের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাটুরিয়া ‍উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমরেন্ধু সাহা লাহোর, বালিয়াটি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. লিয়াকত আলী, আওয়ামী লীগ নেতা মো. বাবুল হোসেন, বালিয়াটি ইউনিয়ন সচিব মো. হানিফ আলী সহ আরও অনেকে।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন নেতাকর্মীরা অংশ গ্রহণ করে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৭ মার্চ ২০২১।

আরো পড়ুুন