সাটুরিয়া প্রতিনিধি, ২৯ জুন:
মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রণোদনার নগদ টাকা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বালিয়াটি ইউনিয়ন পরিষদ চত্তরে ২০০ জন দুস্থ্য পরিবারের মাঝে ৫ শত টাকা বিতরণ করা হয়।
বালিয়াটি ইউপি চেয়ারমান মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ-জোহরা।
এসময় ইউপি সচিব মো. হানিফ আলী, ইউপি সদস্য, সদস্যগণসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এ নিয়ে এ সপ্তাহে বালিয়াটি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৭ শতাদিক দুস্থ্য মানুষের মাঝে ৫ শত করে টাকা বিতরণ করা হল।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৯ জুন ২০২১।