মানিকগঞ্জ প্রতিনিধি, ২৭ জুন:
মানিকগঞ্জের সাটুরিয়া উপচেজলায় করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনার নগদ টাকা বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১১ টার দিকে বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে সাড়ে ৫ শতাদিক দুস্থ্য পরিবারের মাছে ২ লক্ষ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়।
বালিয়াটি ইউপি চেয়ারম্যান মো. রহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মুনির হোসেন।
এসময় ইউপি সচিব মো. হানিফ আলীসহ ইউপি সদস্য, সদস্যগণ উপস্থিত ছিলেন।
বালিয়াটি ইউপি চেয়ারম্যান মো. রহুল আমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনস্বার্থে মানিকগঞ্জ জেলা লকডাউন দিয়েছেন। এই করোনা মহামারিতে আপনাদের হাতে ৫শত টাকা দিলেন। এর আগেও আপনারা একাধিকবার নগদ সাহায্য পেয়েছেন। সামনের কঠোর লকডাউনে আপানারা ঘর থেকে বের হবেন না। স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৭ জুন ২০২১।