সাটুরিয়া প্রতিনিধি, ২৭ জানুয়ারি:
জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ২০২৫ সোমবার সকালে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের সভাপতি ও সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম ফিরোজী।
এর আগে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছালত জামান খান আরিফ, সাটুরিয়া উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মো. জমশের আলী, বালিয়াটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মো. আব্বাস আলীসহ আরও অনেকেই।
এসময় থানা ও বালিয়াটি ইউনিয়ন বিএনপি অংগ সংগগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৭ জানুয়ারি ২০২৫।