সাটুরিয়া প্রতিনিধি, ২০ জুন:
সাটুরিয়ার বালিয়াটিতে মাদকদ্রব্য হিরোইন ও গাজাসহ আটক,সেবনরত অবস্থায় অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থানা পুলিশের সহায়তায় দুইজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান সাটুরিয়া উপজেলার বালিয়াটী এলাকায় সোমবার রাতে এ রায় প্রধান করেন।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলো বালিয়াটী গ্রামের মো: কোরবান আলীর ছেলে মো: ওয়াসিম আলী (৩৭) ও একই গ্রামের মো:রেজাউল করিমের ছেলে মো: শুকুর আল মাহমুদ (৩৫)।
সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) সুকুমার বিশ্বাস দুই ব্যক্তিকে হিরোইন ও গাজা সেবনরত অবস্তায় আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের কে ১ বছরের কারাদন্ড দিয়েছেন। তাদের দুইজনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান বলেন, ওই দুই ব্যক্তির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় তাদেরকে জেল ও জরিমানা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ জুন ২০২৩।