সাটুরিয়া প্রতিনিধি, ৮ জানুয়ারি:
তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা জেলার সাটুরিয়ার বালিয়াটি ইউনিয়ন পরিষদ চত্তরে বুধবার সকাল ১১ টার দিকে অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা সহকারী সামজ সেবা কর্মকর্তা তানিয়া আক্তার, বালিয়াটি ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জীর সঞ্চালনায় এতে ছাত্র পত্রিনিধি ও তরুণ তরুণীদের মধ্যে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় তাদের ভাবনা তুলে ধরেন মোসা. সুরাইয়া জাহান লাবুনী, মো. সাকিব আহমেদ জনি, রিফাত, ছানিসহ আরও অনেকেই।
পরে আরও বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা এলজিডির কায্য সহকারী কামরুন্নাহার, যুবদলের বালিয়াটি ইউনিয়নের সভাপতি মাসুদুর রহমান খান স্বপন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বালিয়াটি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য মনির হোসেন দুর্লভ।
এতে প্রথমে ছাত্র প্রতিনিধিরা তাদের আগামী দিনে রাষ্ট্রের নিকট কি প্রত্যাশা করেন তা তুলে ধরেন। পরে আগত অতিথিরা ২৪ জুলাই- আগষ্ট ছাত্র জনতার বিপ্লপ পরবর্তী তাদেও কি ভূমিকা সে বিষয়ে তুলে ধরেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৮ জানুয়ারি ২০২৫।