বাড়ির চার দিকে বানের পানিতে থৈ থৈ। চলাচলের একমাত্র বাহন নৌকা। তাই বলে কি শিশুদের সাজ গোজ কি বন্ধ থাকবে। শিশুটি হালকা সেজে বসে আছে নৌকায়। তার অজান্তেই সাটুরিয়া উপজেলার মালসি গ্রাম থেকে বৃহস্পতিবার বিকালে ছবিটি তোলা।
ছবি হাসান ফয়জী, মানিকগঞ্জ২৪/ ২৯ জুলাই ২০২০।