মানিকগঞ্জ প্রতিনিধি, ২৩ সেপ্টেম্বর:
বাংলাদেশ জাসদ মানিকগঞ্জ জেলার সভাপতি পদে বীরমুক্তিযোদ্ধা বদিউল ইসলাম টিপু এবং সাধারণ সম্পাদক পদে মো. শাহজাহান আলী সাজু নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার ( ২০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সাটুরিয়ায় বাংলাদেশ জাসদ মানিকগঞ্জ জেলার কর্মিসভা অনুষ্ঠিত হয়। সভায় সকল সদস্যদের সিদ্ধান্তে এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মোঃ শাহজাহান আলী সাজু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু।
বাংলাদেশ জাসদ মানিকগঞ্জ জেলার সাংগঠনিক কমিটিতে অন্যান্য পদের সাংগঠনিক সম্পাদক ইমন চৌধুরী, দফতর সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ -আরিফুল ইসলাম, সদস্য পদে আশফাকুর রহমান সবুজ, ফারুক হোসেন চঞ্চল, জসীম উদ্দিন, নজরুল ইসলাম, আমিনুল ইসলাম জীবন, মো. রুবেল হোসেন, রফিকুল ইসলাম, মোঃ শাহজাহান আলী, আব্দুর রহিম, মো. রাসেল, মো. শাহজাহান মুন্সি, মো. শরিফুল ইসলাম, সাইদুর রহমান শুভ, আরশেদ আলী, ফারহানা আক্তার, রুমা আক্তার, খোরশেদ আলম, মো. আলাল।
বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু প্রধান অতিথির বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মানে ভোটার অধিকার নিশ্চিত করতেই হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৩ সেপ্টেম্বর ২০২২।