মানিকগঞ্জ প্রতিনিধি, ২৩ জুলাই:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শেখ হাসিনার নের্তৃত্বে এখন বাংলাদেশ কারও নিকট হাত পাতে না, বরং নিজেরা অন্য দেশকে লোন দিয়ে থাকে।
রবিবার সন্ধায় মানিকগঞ্জ বিজয় মেলা মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজীত স্বাস্থ্যমন্ত্রীকে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো বলেন, আপনারা আওয়ামী লীগ কে হুমকি দেন, আমাদের তারিয়ে দিতে চান, আওয়ামী লীগ এত ছোট দল নয়, ছোট সংগঠন নয়। শেখ হাসিনা হিমালয়ের মত দ্বারিয়ে আছেন। হিমালয় পর্বতকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবেন না।
এসময় তিনি বিএনপিকে উদ্দেশ্যে করে আরো বলেন, আপনারা নির্বাচনে আসুন। পরীক্ষা করুন, কতটুকো গ্রহণ যোগ্যতা আছে, তা আপনারা প্রমাণ করুন। আপনারা ক্ষমতায় থাকতে কি করেছেন ? বোমাবাজি করেছেন। আপনারা করোনার সময় কি করেছেন ? মানুষ যখন কষ্টে থাকে আপনার কোথায় থাকেন ? আপনারা এই দেশ কে দেউলিয়া করেছিলেন। শেখ হাসিনা উপর গ্রেনেড হামলা করেছেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা মহামারিতে পৃথিবীতে ৭০ লক্ষ লোক মৃত্যু বরণ করেছে, ৭০ কোটি লোক আক্রান্ত হয়েছিল। করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ পৃথিবীতে ৫ম, এশিয়ায় ১ম হয়েছে। আমরা ৩৫ কোটি ভ্যাকসিন দিয়েছি মানুষকে। যার মূল্য প্রায় ৫০ হাজার কোটি টাকা। যা আমরা বিনামূল্যে দিয়েছি।
শেখ হাসিনা অনেক উন্নয়ন করেছেন। মানিকগঞ্জেও অনেক উন্নয়ন করেছেন। আমাদের এখন গড় আয়ু ৭৩ বছর। তাই আসন্ন নির্বাচনে পূনরায় নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মানিকগঞ্জ ১ সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস ছালাম।
এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলীসহ জেলা ও মানিকগঞ্জ সদর এবং সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৩ জুলাই ২০২৩।