বাংলাদেশের মানুষ এখন কুপি জ্বালায় না- সাটুরিয়ায় স্বাস্থ্যমন্ত্রী

সাটুরিয়া প্রতিনিধি, ১৮ জুন:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশের মানুষ এখন আর কুপি জ্বালয় না। ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে। তাই আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনা কে নৌকা মার্কায় ভোট দিয়ে ৪র্থ বারের মত প্রধানমন্ত্রী বানাতে হবে।

তিনি শনিবার সন্ধায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া ফুকুরহাটি মজিবুর রহমান উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ফুকুরহাটি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আছে বলেই দেশে মেট্রো রেল হচ্ছে, পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে। করেনা নিয়ন্ত্রণ করতে হয়েছে আমাদের নিরলস কাজ করে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো বলেন, মানিকগঞ্জে কর্ণেল মালেক মেডিকেল কলেজ স্থাপন করেছি। এখন আর আপনাদের কোন চিকিৎসা নিতে ঢাকায় যেতে হবে না। সকল ডাক্তার ও পরক্ষা এখানেই সম্ভব। মানিকগঞ্জ ও সাটুরিয়াতে আমরা কি কাজ করেছি আপনারা সবাই অবগত আছেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহ সভাপতি ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ফ ম সুলতানুল আজম খান আপেল, সাটুুরিা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনসহ আরও অনেকেই।

এসময় জেলা ও সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ফুকুরহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে কায়সার আহমেদ আজিজ এবং মামুন সরকার সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা করেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৮ জুন ২০২২।

আরো পড়ুুন