মানিকগঞ্জ প্রতিনিধি ০৭ জানুয়ারি:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, বাংলাদেশের কোথাও এখনো পর্যন্ত কোভিডের নতুন ভেরিয়্যান্টের সংক্রমণের খবর পাওয়া যায়নি। তবে এখন অতিরিক্ত শীত পড়েছে। সে কারণে সকলকে একটু সাবধানে থাকতে হবে। মাস্ক পড়তে হবে। চিন্তার কোনো কারণ নেই। হাসপাতাল গুলোতে যথেষ্ট ব্যবস্থা রাখা হয়েছে।
শনিবার দুপুরে জেলা ছাত্রলীগের আয়োজনে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে করোনা খুব ভালো নিয়ন্ত্রনে আছে, বৃদ্ধি পায়নি। আশেপাশের দেশে বিশেষ করে চায়নায় নতুন ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে এবং তা বৃদ্ধি পাচ্ছে। সে বিষয়ে আমরা নজর রেখেছি। আমরা হাসপাতাল তৈরি রেখেছি। বিভিন্ন পোর্টগুলোতে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে ডাক্তার ও নার্সরা নিয়মিত কাজ করছে। পর্যাপ্ত ডাক্তার ও নার্স রয়েছে। তবে বাড়ির বয়স্কদের ও বাচ্চাদের প্রতি খেয়াল রাখতে হবে। বিশেষ করে এই শীতে বেশ কিছু রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে চীন থেকে আসা ব্যক্তিদের এ্যান্টিজেন টেস্ট করা হয়েছে। তাদের মধ্যে যাদের শরীরে করোনা দেখা দিয়েছে।
তিনি আরো বলেন, করোনার সময় সমস্ত পৃথিবী যখন করোনায় আক্রান্ত তখন আমরা চেষ্টা করেছি কিভাবে বাংলাদেশের মানুষকে সুস্থ রাখা যায়, টিকা দেওয়া যায়, খাবার ও গরীব মানুষদের টাকা দেওয়া যায়। কিন্তু ওই সময় দেশে বিরোধী দলীয় কাউকে আমরা পাইনি। বরং তারা আমাদের চিকিৎসা ও টিকা নিয়ে সমালোচনা করেছে। অথচ বিশ^বাসী করোনা নিয়ন্ত্রন ও টিকাদানের জন্য প্রধানমন্ত্রী মেখ হাসিনাকে প্রশংসা করেছে। করোনায় নিয়ন্ত্রনে বিশে^ পঞ্চম ও এশিয়ার মধ্যে প্রথম স্থানে রয়েছে কিন্তু বিরোধী দলের কাছে নয়।
জাহিদ মালেক বলেন, ‘আমরা বিরোধী দলকে আহ্বান করবো আপনারা নির্বাচনে আসেন। শান্তিপূর্ণ নির্বাচনে আসেন। নির্বাচনে জয়লাভ করলে ক্ষমতায় আসবেন। আর জয়লাভ করতে না পারলে যেখানে থাকার কথা সেখানেই থাকবেন। বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে আর ক্ষমতায় যাওয়া যাবেনা। বলা যাবেনা আওয়ামী লীগকে ভোট দিলে দেশ ভারত হয়ে যাবে’ মসজিদ মন্দির হয়ে যাবে। এসব কথা ধোপে টিকেনা।
তিনি আরো বলেন, ‘দেশের নানা উন্নয়নের সাথে মানিকগঞ্জেও অনেক উন্নয়ন হয়েছে। উন্নয়ন কখনো শেষ হয়না। এটা একটা চলমান প্রক্রিয়া। তাই এই উন্নয়ন বজায় রাখার জন্য নৌকাকে পুনরায় ক্ষমতায় রাখতে হবে। নৌকার পক্ষে কাজ করতে হবে। নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাতে হবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পক্ষে আছে। তারা উন্নয়নের সাথে আছে। দেশের মানুষ শান্তি চায়, বিশৃঙ্খলা চায়না।
জেলা ছাত্রলীগের সভাপতি সিফাদ কোরাইশী সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজেদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা প্রমুখ।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৭ জানুয়ারী ২০২৩।