বর্তমান সরকার হিমালয়ের মত দাড়িয়ে আছে, ধাক্কা দিলেই পড়বে না- মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি, ১২আগষ্ট

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বর্তমান সরকার হিমালয়ের মত দাড়িয়ে আছে। তিনজন গিয়ে হিমালয় পাহাড়কে ধাক্কা দিলে পড়বে না। আর কিছু লোক এ সরকারকে ফেলে দিতে চায়। আগামী নির্বাচনেই বোঝা যাবে জনগন কাদের মূল্যায়ন করে।

শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে কোভিড মোকাবেলায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় জাহিদ মালেক আরো বলেন, পরীক্ষামূলক ভাবে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার ভাকসিন দেয়া শুরু করেছি। আগামী ২৫ আগষ্ট থেকে সিটি কর্পোরেশনে, পর্যাক্রমে প্রতিটি পৌরসভা এবং দেশের আনাচে কানাচে শিশুদের আমরা ফাইজারের ভ্যাকসিন দিব।

স্বাস্থমন্ত্রী বলেন, সাড়ে ৪ কোটি ছেলে-মেয়েদের জন্য সাড়ে ৪ কোটি ডোজ লাগবে। সমস্ত ভ্যাকসিন পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছি। ৩০ লক্ষ ভ্যাকসিন ইতি মধ্যে আমাদের হাতে চলে এসেছে। ভ্যাকসিন দিতে আমাদের ৪০ হাজার কোাটি টাকা খরচ হয়েছে। কিছু সরকার নিজস্ব অর্থায়নে করেছে। কিছু সরকার বিনামূলে ভ্যাকসিন নিয়ে এসেছে। ইতোমধ্যে ৩০ কোটি ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হয়েছে। গতকাল আমরা শিশুদের ভ্যাকসিন দেওয়া শুরু করেছি।

দেশে খাদ্যের কোন ঘাটতি নাই, জ্বালানি আছে এবং সরকার গ্যাস তৈরি করার ব্যবস্থা করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন থেকেই আমরা মিতব্যয়ী হচ্ছি। যাতে কি না ভবিষ্যতে সমস্যায় পরতে না হয়। বাংলাদেশ ভবিষ্যতে সমস্যায় পরবেনা। দেশে খাদ্যের কোন ঘাটতি নাই, জ্বালানি আছে এবং সরকার গ্যাস তৈরি করার ব্যবস্থা করছে। কাজেই এই দিকে সরকার কাজ করে যাচ্ছে। বর্তমানে যে জ্বালানি ও জিনিষপত্রের দাম বেড়েছে, তা চির স্থানীয় নয়। আশা করি অল্প দিনেই আর্šÍজাতিক বাজারে দাম কমে আসবে এবং বাংলাদেশেও দাম কমে আসবে। সেই সাথে বিদ্যুৎ ও স্বাভাবিক হয়ে আসবে। কারন জ্বালানির মাধ্যমেই বিদ্যুৎ উৎপাদন করা হয়।

এসময় জেলা প্রাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খাঁন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র মো. রমজান আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দূর-রে শাহওয়াজসহ সরকারি ও রাজনৈতি ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনায় জেলা পরিষদের আয়োজনে পাঁচশত কর্মহীন পপরিবারের মাঝে খাদ্য, শাড়ী কাপড় ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও মানিকগঞ্জ প্রেসক্লাবসহ ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের মুক্তিযোদ্ধ ও বঙ্গবন্ধুর উপর রচিত বই প্রদান করা হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১২ আগষ্ট ২০২২।

আরো পড়ুুন