সাটুরিয়া প্রতিনিধি, ২১ অক্টোবর:
বর্তমান সরকার একটি পণ্যের মূল্য দ্রব্য মূল্য বৃদ্ধি করেননি। এ নিয়ে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করছে বলে দাবী করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি শুক্রবার সন্ধায় সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো বলেন, করোনা ভাইরাস, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারনে সারা বিশে^র অর্থনীতিতে খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে তেল ও খাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশেও বৃদ্ধি পেয়েছে। আমারা জানি মানুষের কষ্ট হচ্ছে। শেখ হাসিনা দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। শেখ হাসিনা একটি পণ্যের দাম বাড়ায় নি। জিনিসের দাম বাড়ল যুদ্ধের কারনে আর বিএনপি প্রচার করছে আওয়ামী লীগের জন্য বৃদ্ধি পেয়েছে। কেন বাড়ল, সেটা খেয়াল নেই। তারা ঘোলা পানিতে মাছ স্বীকার করছে।
তিনি আরো বলেন, করোনা ভাইরাস সরকার সফল ভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। বাংলাদেশে সবচেয়ে কম মৃত্যু হয়েছে। শেখ হাসিনা প্রতিটি মানুষকে ভ্যাকসিন প্রদান করছে। কিন্তু এ সময় বিএনপি কে কাছে পাই নি। বিএনপি কি করোনা সময় মানুষের পাসে ছিল। আমারা মানুষের বাড়িতে খাদ্য ও টাকা পাঠিয়েছি।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, মানিকগঞ্জে জাতীয় নির্বাচনের সমায় যারা বিএনপিতে নির্বাচন করে তারা ভাড়াটিয়া। তারা ত এলাকার না। ভাড়াইটা লোক দিয়ে উন্নয়ন হয় না। বিএনপির সময় মানিকগঞ্জে কোন রাস্তা ঘাট, ব্রীজ হাসাপাতাল, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ভবন নির্মাণ করে নাই। যারা ভোট নেয়, কিন্তু জনগণের জন্য কিছু করে না। তাতে প্রমাণ হয়ে যায়, বিএনপির দেশের মানুষের জন্য ভালবাসা নাই।
তিনি বলেন, এই সরকারের আমলে সাটুরিয়া- মানিকগঞ্জসহ দেশের সকল স্থানে উন্নয়ন হয়েছে। যারা জামাত কে সাথে নিয়ে রাজনীতি করে। যারা এখনও জাতীর জনক বঙ্গবুন্ধকে স্বীকৃতি দেয় না। আগামী নির্বাচনে তাদের কে ভোট না দিয়ে নৌকা মার্কায় ভোটও আহবান করেন।
এ সময় বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, ছিনিয়র সহ সভাপতি ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সহ সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টুসহ আরও অনেকেই।
এসময় জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অংগ সংগঠনের নের্তৃবৃন্ধ অংশ গ্রহণ করেন।
পরে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক সর্বসম্মতিক্রমে সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক হিসেবে আতাউর রহমানকে নাম ঘোষনা করেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২১ অক্টোবর ২০২২।