বন্যায় সব কাইরা নিয়া, রাস্তার মাঝে সাঁকো দিয়ে গেছে

সাটুরিয়া প্রতিনিধি, ৪ সেপ্টেম্বর:

বন্যায় সবজি খেত ডুবাই পচাইছে, আর দিয়া গেছে আনাম বারি রাস্তার মাঝখানে বাশের সাঁকো। কথাগুলি এভাবেই বলছিলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শিমুলিয়া গ্রামের বিল্লাল মিয়া।

বিল্লাল মিয়া আরো বলেন, চলতি বন্যার তীব্র স্রোতে হরগজ- দড়গ্রাম- শিমুলিয়া সড়কের আমার বাড়ির সামনের রাস্তা ভেঙ্গে গেছে। এতে সাটুরিয়া উপজেরার অন্যতম প্রধান হরগজ গ্রামের সাথে দড়গ্রাম  ইউনিয়নের শিমুলিয়া গ্রামের সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হরগজ গ্রামের সাথে দরগ্রাম ইউনিয়নের শিমুলিয়া কাচা সড়কটি বিল্লাল মিয়ার বাড়ির সামনে বন্যার পানির তিব্র স্রোতে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে স্থানীয়রা টাকা উঠিয়ে একটি বাশের সাকে নির্মাণ করেছেন। এতে দুই ইউনিয়নের হাজার হাজার মানুষ বাশের সাঁকো দিয়ে ঝুকি নিয়ে চলাচল করতে । কিন্তু রিক্সা, ভ্যান, মটরসাইকেল, অটো ট্যাম্পু চলাচল বন্ধ আছে।

দড়গ্রাম ইউনিয়নের শিমুলিয়া গ্রামের আলামিন বলেন, আমরা এই সড়ক পথ দিয়ে প্রতিদিন ভ্যানে চড়ে কাজে যেতাম। কিন্ত বন্যার সময় ভাল রাস্তা ভেঙ্গে গেছে তাই পায়ে হেটে যেতে হয়। এতে আমাদের অতিরিক্ত সময় লাগছে।

একই গ্রামের আবুল হোসেন বলেন, হরগজ গ্রামের জেলার বিক্ষাত গরুর হাট বসে রবিবার। রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় আমাদের ১০ কিলোমিটার ঘুরে গরুর হাটে যেতে হয়।

হরগজ শিমুলিয়া গ্রামের আবিদ আলী বলেন, আমাদের হরগজ- দরগ্রাম- শিমুলিয়া সড়কটি অনেক পুরাতন। সড়কটি কাচা হলেও অনেক গরুত্বপূর্ণ। এ সড়কটি দুই ইউনিয়নের সেতু বন্ধন। কাছাকাছি দুইটি বাজার, একটি গরুর হাট, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকায় প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে এই সড়ক দিয়ে। ফলে দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।

একই গ্রামের আরব আলী বলেন, আমাদের  হরগজ গ্রামে বিভিন্ন সবজিসহ বিভিন্ন ফষল উৎপাদন হয়ে থাকে। আমাদের বাড়িটি পড়েছে হরগজ শেষ মাথায়। ফলে আমাদের হরগজ বাজার ও দরগ্রামের উভয় বাজারে যেতে হয়।  কিন্তু বাশের সাঁকো থাকায় আমরা শুধু পায়ে হেটে চলাচল করতে পারছি । কিন্তু কোন পণ্য ভ্যান বা রিক্সা করে নিতে পারছি না।

এ ব্যাপারে হরগজ ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন জ্যোতি বলেন, বন্যার কারনে রাস্তা ভেঙ্গে গেছে। বাশের সাঁকো দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করছে। বন্যার পানি সম্পুর্ণ নেমে গেলে সড়কটি সংস্কারের প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করব।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৪ সেপ্টেম্বর ২০২০।

আরো পড়ুুন