বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সাটুরিয়া ইউনিয়ন চ্যাম্পিয়ন

সাটুরিয়া  প্রতিনিধি, ৩১ মে.

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২ টুর্নামেন্টে সাটুরিয়া ইউনিয়ন পরিষদ একাদশ ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার বালিয়াটি শেখ রাসেল মিনি স্টোডিয়ামে ফাইনাল খেলায় অংশ নেন সাটুরিয়া ইউনিয়ন পরিষদ ও ধানকোড়া ইউনিয়ন পরিষদ। সাটুরিয়া ইউনিয়ন একাদশ ১-০ গোলে ধানকোড়া ইউনিয়ন পরিষদকে পরাজিত করে জয়লাভ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সভাপতি শারমিন আরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন, উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান লাবু, বালিয়াটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রহুল আমিন,  বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী, সাটুরিয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু,  ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান সহ আরও অনেকেই।

পরে বিজয়ী ও পরাজীত দলের মাজে ট্রফি বিতরণ করেন অতিথিরা।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩১ মে ২০২২।

আরো পড়ুুন