বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মানে বিরোধীতা করার প্রতিবাদে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৯ নভেম্বর

মানিকগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধীতার নামে বিএনপি জামাতের মদদপুষ্ট উগ্র মৌলবাদী গোষ্ঠীর ভুল ব্যাখ্যা এবং বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে শহীদ রফিক সড়কের প্রেসক্লাব চত্ত¡রে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মানিকগঞ্জ শাখা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহিউদ্দীন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর উপজেলা চেরারম্যান মোহাম্মদ নুরুল ইসরাম রাজা, জেলা আ’লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সিংগাইর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওবায়দুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মূর্তি আর ভাস্কর্য এক নয়। মূর্তি হচ্ছে যার উপাসনা করা হয়। কিন্তু বাংলাদেশে কিছু মৌলবাদী গোষ্ঠী মূর্তি ও ভাস্কর্যের ভুল ব্যাখ্যা দিয়ে দেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৯ নভেম্বর ২০২০।

আরো পড়ুুন