সাটুরিয়া প্রতিনিধি, ১২ ডিসেম্বর
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অবমাননার প্রতিরোধে সাটুরিয়া উপজেলার গণকর্মচারীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সাটুরিয়া উপজেলা পরিষদ চত্তরে সমাবেশে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম।
এসময় সাটুরিয়া সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ-জোহরা, দড়গ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ শাহীন, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল আলম, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার এ, এফ, এম তৈয়াবুর রহমান, বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১২ ডিসেম্বর ২০২০।