সাটুরিয়া প্রতিনিধি, ২৭ নভেম্বর:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনয়ন ফুটবল টুর্ণামেন্ট ২০২০ ফাইনাল খেলা শুক্রবার বিকালে ফুকুরহাটি কান্দাপাড়া মজিবর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফুকুরহাটি সূর্যমুখী সবুজ সংঘের উদ্যোগে ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে রউফ চেয়ারম্যান একাদশ ও তাপশ একাডেমী মানিকঞ্জ একাদশ।
খেলাটি উদ্বোধন করেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।
৯০ মিনিটের খেলায় উভয় দল ১-১ গোলে সমতায় থাকে। পরে ট্রাইবেকারে ৫-৩ গোলে রউফ চেয়ারম্যান একাদশ, তাপশ একাডেমী মানিকঞ্জ একাদশকে হারায়।
বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।
ফুকুরহাটি ইউপি চেয়ারম্যান মো. আফাজ উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত সাটুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবুল বাশার, বালিয়াটী ইউনিয়ন চেয়ারম্যান মো. রহুল আমিন, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, ধানকোড়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রউফ, সাবেক ইউপি চেয়ারম্যান মো. লিয়াকত হোসেন লাবু, সূর্য্যমুখী সবুজ সংঘের সভাপতি মো. আ. মান্নান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রুবেল হোসেনসহ আরও অনেকে।
চ্যাম্পিয়ান দলকে ৫০ হাজার টাকার প্রাইজবন্ড ও ট্রফি ও রানার আপ দলকে ৩০ হাজার টাকার প্রাইজবন্ড ও ট্রফি বিতরণ করা হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৭ নভেম্বর ২০২০।