প্রয়োজনে বিদেশ থেকে স্যালাইন আমদানী করা হবে, মানিকগঞ্জে – স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি, ১২ আগষ্ট:

প্রয়োজনে বিদেশ থেকে স্যালাইন আমদানী করা হবে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি শনিবার দুপুরে মানিকগঞ্জ আধুনিক ২৫০ শয্যা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা এখানো বাড়ছে। এর আগে কখনও এত ডেঙ্গু রোগীর সংখ্যা দেখিনি। দেশের প্রতিটি জেলায় ডেঙ্গু রোগী বাড়ছে। এ রোগীর জন্য স্যালাইনের প্রয়োজন। আমারা দেশে যারা স্যালাইন তৈরি করে, তাদের সকল ক্ষমতা দিয়ে তৈরি করতে বলেছি। তারপরও তারা চাহিদার তুলনায় উৎপাদন করতে পারছে না। বর্তমান হিসেব অনুযায়ী দেশে প্রতিদিন ৪০ হাজার ব্যাগ স্যালাইন প্রয়োজন হচ্ছে। হঠাৎ করে উৎপাদন ক্ষমতা বাড়ানো সম্বভ না। তাই বিদেশ থেকে স্যালাইন আমদানী করার অনুমতি দেয়া আছে। প্রতিদিন গড়ে প্রায় ৪০ হাজার ব্যাগ স্যালাইন প্রয়োজন হচ্ছে, মাস শেষে তা দাড়াচ্ছে ১২ লাখ।

জাহিদ মালেক আরো বলেন, সেই সাথে সরকারী হাসাপাতাল গুলোও প্রয়োজনে বাহির থেকে স্যালাইন সংগ্রহ করতে পারবে। দেশে বেসকারী হাসপাতালে কীট সংকট আছে কিনা জানিনা, আমাদের সরকারী হাসাপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট সংকট নেই। তবে ভবিষ্যতে কীট সংকট পড়লে বাইরে থেকে কিনে আনতে পারে, তার অনুমতি দেওয়া আছে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, চিকিৎসা দেওয়ার জন্য সকল ব্যবস্থা নেওয়া আছে। ঢাকা শহরেই শুধু ৩ হাজার বেড রাখা আছে, ২ হাজার বেড ভর্তি আছে। সারাদেশে ৫ হাজার বেড রেডি রাখার জন্য বলেছি,অনেক বেড এখনও খালি আছে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়াতে মৃত্যু সংখ্যাও বাড়ছে। ডেঙ্গু রোগী কমাতে হলে মশা কমাতে হবে, মশা কমলে মশার কামড় কমবে, ডেঙ্গু রোগী হবেনা। সিটি করপোরেশন ও পৌরসভাকে আহবান করেছি তারা যাতে ভালো করে স্প্রে করে। স্বাস্থ্য মন্ত্রালয়ের পাশা- পাশি সবাই এক সাথে কাজ করলেই ডেঙ্গু নিয়ন্ত্র করা সম্বভ। জনসাধারণকেও সচেতনতা বৃদ্ধির আহবান করেন এসময় মন্ত্রী।

উল্লেখ্য মানিকগঞ্জে জেলায় গত ২৪ ঘন্টায় ৩২ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে। হাসপাতালগুলোতে আজ ১২২ ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন। এ পর্যন্ত জেলায় ১ হাজার ১ শত ৪৩ জন রোগী পাওয়া গেছে। মানিকগঞ্জ আধুনিক ২৫০ শয্যা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৩৫ জন এবং কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ ডেঙ্গু রোগী ভর্তি আছে।

স্বাস্থ্যমন্ত্রীর সাথে এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রেহেনা আক্তার, মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.মোহাম্মদ বাহাউদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার কাজী একেএম রাসেলসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১২ আগষ্ট ২০২৩।

আরো পড়ুুন