সাটুরিয়া প্রতিনিধি, ২৬ এপ্রিল:
প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল সাটুরিয়ার দুই দুস্থ্য পরিবাবর। দেশে গৃহহীন ও ভূমিহীন মানুষদের বাড়িঘর দিয়ে পুনর্বাসনের যে উদ্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন, সেই প্রক্রিয়ায় তৃতীয় ধাপে স্থায়ী ঠিকানা পেলো সাটুরিয়ার ২টি পরিবার। ঈদের ঠিক আগে জমিসহ বাড়ি পাওয়ার আনন্দে এসব মানুষের মুখে এখন রাজ্য জয়ের হাসি ফুটেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ২ শতাংশ জায়গায় প্রতিটি ঘরে দুটি কক্ষ রয়েছে, সঙ্গে রয়েছে রান্নাঘর ও শৌচাগার। প্রতিটি ঘরের চারপাশে খোলা জায়গা রয়েছে, যেখানে উপকারভোগীরা চাইলে শাকসবজি আবাদ করতে পারবেন।
মঙ্গলবার (২৬ এপ্রিল) এসব পরিবারের হাতে ঘরের মালিকানাসহ দলিল তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
শেখ হাসিনার মডেল-আশ্রয়ণ প্রকল্পের মাধমে জমিসহ বাড়ি পেয়েছেন সাটুরিয়ার উপজেলার কাউন্নারা গ্রামের মৃত সামান আলীর কন্যা খোদেজা বেগম এবং রাধা নগর গ্রামের মৃত জরু মিয়া কন্যা জাহানারা ।
এই দুই নারীর জমিসহ ঘরের দলিল হস্তান্তর উপলক্ষে সাটুরিয়া উপজেলা প্রশাসন এক আলোচানা সভার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন মানিকগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ সচিব) মুহাম্মদ শফিকুল ইসালাম, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম, সাটুরিয়া সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা কবির, সাটুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু।
প্রথম ও দ্বিতীয় ধাপের তুলনায় তৃতীয় ধাপের বাড়িগুলো বেশি মজবুত আকারে নির্মাণ করা হচ্ছে। আগে ইটের ভিত ও কলাম ছিল। বক্তারা প্রথম ধাপে ঘর নির্মাণের বরাদ্দ ছিল এক লাখ ৭১ হাজার টাকা। দ্বিতীয় ধাপে এর পরিমাণ ছিল এক লাখ ৯১ হাজার। আর প্রথম ধাপের চেয়ে ৮৮ হাজার ৫০০ এবং দ্বিতীয় ধাপের চেয়ে ৬৮ হাজার ৫০০ টাকা বেড়ে তৃতীয় ধাপে বাড়িপ্রতি বরাদ্দ ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৬ এপ্রিল ২০২২।