মানিকগঞ্জ প্রতিনিধি, ২১ জানুয়ারি:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রতিটি মানুষকে ভ্যাকসিন দিতে সরকারের ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়েছে। অনেক ধনী দেশ করোনা চিকিৎসা ও ভ্যাকসনি বিনামূল্যে দেয়নি। আমরা বাংলাদেশে বিনামূল্যে ভ্যাকসিন ও করোনা চিকিৎসা সেবা দিয়েছি।
তিনি শনিবার দুপুুরে মানিকগঞ্জর শুভ্র সেন্টারে তার নিজ তহবিল থেকে হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করার আগে আলোচনা সভায় এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো বলেন, বিএনপি ভোটের রাজনীতিতে বিশ্বাসী না। তারা খুন, সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায়। বিএনপি জামায়াত ক্ষমতায় আসলে শেখ হাসিনা কর্তৃক দেওয়া সকল সামাজিক ভাতা বন্ধ করে দিবে। আপনারা তখন আরও কেউ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পাবেন ন। তাই পূনরায় আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা কে প্রধানমন্ত্রী বানান।
এসময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার আছে বিধায় বিনা মূল্যে ঘরহীন মানুষকে ঘর দেওয়া হচ্ছে। বিনামূলে বই দেওয়া হচ্ছে। মহামারি করোনা ও রাশিয়া- ইউক্রেন যুদ্ধের কারনে বিশে^ সকল পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে বাংলাদেশেও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। আমার টিসিবির মাধ্যমে ভ‚র্তুকি দিয়ে মানুষকে সহায়তা করছি।
তিনি বিএনপি জামায়াতকে উদ্যেশ্যে করে আরো বলেন, তারা আগুন সন্ত্রাস করে মানুষকে হত্যা করেছে। স্বাধীনতাকে বিরোধীতা করেছে, মা – বোনদের ইজ্জত হরণ করেছে। তারা গ্রেনেড হামলা করেছে। তারা এখন বাইরে ঘোরা ফেরা করছে ক্ষমতায় যাওয়ার জন্য। আপনারা ভোটে আসেন। জনগণ আপনাদের ভোট দিলে ক্ষমতায় যাবেন আমাদের কোন সমস্যা নেই।
মানিকগঞ্জ নির্বাচনী এলাকা-৩ সাটুরিয়া ও মানিকগঞ্জ সদরে তিনি মোট ৪ হাজার কম্বল বিতরণ করবেন।
কম্বল বিতরণ করার সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌর মেয়র মোঃ রমজান আলী, মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহশীন মৃধা, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাকেব যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা চেয়ারম্যান ই¯্রাফিল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাদ কোরাইশী সুমন, সাধারণ সম্পাদক রাজেদুল ইসলামসহ মানিকগঞ্জ জেলা ও সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অংগ সগঠনের নের্তৃবৃন্দ ।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২১ জানুয়ারি ২০২৩।