প্রকৃতির নিয়মেই পৃথিবীতে বার বার মন্দা আসে- সাটুরিয়ায় ডাঃ মোঃ এনামুর রহমান

সাটুরিয়া প্রতিনিধি, ৬ নভেম্বর:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান বলেছেন, প্রকৃতির নিয়মেই পৃথিবীতে বার বার মন্দা আসে। আবার বিশ্ব সেই মন্দাকে কাটিয়ে নতুন করে জীবন শুরু করে। বাংলাদেশ এর আগে অনেক মন্ধা সফলভাবে মোকাবেলা করেছে।

তিনি রবিবার রাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটিতে শ্রীশীরামকৃষ্ণ মিশনের নবনির্মিত মন্দির উব্দোধন উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান আরো বলেন, এর আগে অ্যামেরিকাতে যখন মন্ধা হয়েছিল,তখন আমাদের মন্ধা ছোতে পারেনি। শেখ হাসিনার নের্তৃত্বে আওয়ামী লীগ সেটা মোকাবিলা করেছে। করোনা সময় ২ বছর আমারা নিয়ন্ত্রণ করেছি।

তিনি আরো বলেন, সারা বিশ্বেই সরবরাহ বিঘিন্ন ত হওয়ায় দ্রব্য মূল্যের দাম বেড়েছে।  দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য টিসিবির আউটলেট খোলা হয়েছে। সেখানে অনেক কম মূলে বিভিন্ন খাদ্য দ্রব্য বিক্রি করছে। আবার খাদ্য মন্ত্রণালয় ওএমস এর মাধ্যমে ৩০ টাকা কেজি চাল বিক্রি শুরু হয়েছে।

বিএনপির বর্তমান রাজনৈতিক কর্মকান্ড নিয়ে তিনি আরো বলেন, রাষ্ট্রের বিরোদ্ধে যে কোন কর্মকান্ড সংবিধান ও আইন অনুযায়ী সরকার তা মোকাবেলা করবে।

রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ ও পশ্চিম বঙ্গের মহারাজ শ্রীমৎ স্বামী তত্তবিদানন্দজীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বালিয়াটি রামকৃষ্ণের মহারাজ স্বামী পরিমুক্তানন্দ, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিনসহ ভারতসহ দেশের বিভিন্ন রামকৃষ্ণের মিশনের মহারাজসহ অনেক ধর্মযাজক, ভক্তবৃন্ধ।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৬ নভেম্বর ২০২২।

আরো পড়ুুন