পোনা মাছ বিক্রির দায়ে মানিকগঞ্জে ২ মাছ বিক্রেতাকে কারাদন্ড

মানিকগঞ্জ প্রতিনিধি , ১১ আগষ্ট:

মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা আড়ৎ ও নয়াকান্দি বাজারে অভিযান চালিয়ে রুই ও কাতল ও মৃগেল অবৈধ পোনা মাছ (৯ ইঞ্চির ছোট) বিক্রির দায়ে দুই মাছ বিক্রেতাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন পৃথক অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় প্রদান করেন।

কারাদন্ড প্রাপ্ত মাছ ব্যবসায়ীরা হচ্ছেন মানিকগঞ্জ সদর ‍উপজেলার নবগ্রাম এলাকার কৃষ্ণ রাজবংশী এবং আশিশ রাজবংশী।

এ সময় ১৪৫ কেজি রুই, কাতল ও মৃগেল ছোট মাছ জব্দ করে মানিকগঞ্জ শিশু পরিবার ও সেওতা কবরস্থান মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন বলেন, মানিকগঞ্জে বন্যায় শত শত পুকুরের মাছ ভেসে গেছে। এসব মাছের পোনা কিছু ব্যাবসায়ীরা ধরে বাজারে বিক্রি করে আসছে। এমন তথ্য পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। আগামী ৩ মাস তিনি মাছের পোনা না ধরার আহবান করেন।

অভিযানে সহযোগীতা করেন মানিকগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা সাইফুল ইসলাম এবং সদর থানার এসআই ফরহাদ হোসেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১১ আগষ্ট ২০২০।

আরো পড়ুুন