সাটুরিয়া প্রতিনিধি, ২৩ ডিসেম্বর:
বালিয়াটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীয়ত নৌকা প্রতীক প্রার্থী মো. রুহুল আমিন মানিকগঞ্জ২৪.কম কে একান্ত সাক্ষাৎ কারে বলেছেন, পূনরায় চেয়ারম্যান নির্বাচিত হলে আমার ইউনিয়নের প্রতিটি গ্রাম কে ডিজিটাল গড়ে তোলার কাজ শুরু করব।
তিনি এ সময় আরো বলেন, আমি বিগত ৫ বছরে বালিয়াটি ইউনিয়নে যে উন্নয়ন করেছি, পূর্বের সকল চেয়ারম্যান মিলেও তা করতে পারে নি। আজ বালিয়াটির প্রতিটি ওয়ার্ডেও দিকে তাকালেই দেখতে পারবেন। কোথাও অন্ধকার নেই। প্রতিটি সড়ককে আমি আলোকিত করেছি। বিভিন্ন সড়কের মোড়, মসজিদ ও কবরস্থানে সৌর বিদ্যুৎ বসিয়েছি।
বালিয়াটি বাজার সড়ক ও জমিদার বাড়ি সামনে দ্বারালে বুজতে পারবেন দৃশ্যমান উন্নয়ন। আপনাদের কাছে মনে হবে উন্নত কোন দেশে অবস্থান করছেন। বালিয়াটি এখন আর গ্রাম ইেন শহরে পরিণত হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতধরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এর দিক নির্দেশনায় আধুনিক বালিয়াটি উন্নয়ন গড়ে তুলছি। তাই আসন্ন ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচনে উন্নয়ন অব্যাহত রাখতে জনগণ আমার সাথেই আছে। তাই পূণরায় জনরায়ে নির্বাচিত হতে পারলে আমি প্রতিটি ওয়ার্ডের গ্রামকে আমি ডিজিটাল গড়ে তুলার কাজ করব। সকল মানুষের তথ্য নিয়ে একটি ডাটাবেজ তৈরি করব। সকল নাগরিক সুবিধা যেন মানুষ তার নিজ বাড়ী থেকে নিতে পারে সেই ব্যাবস্থা গ্রহণ করব।
৮ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বালিয়াটি ইউনিয়ন গঠিত। ৯টি ওয়ার্ডে ২৫ টি গ্রাম রয়েছে। সাটুরিয়া নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৬ শত ৮ জন। এর মধ্য পুুুুরুষ ভোটার ছয় হাজার এক শত ছত্রিশ জন, মহিলা ভোটার ছয় হাজার চার শত বাহাত্তুর জন। ৯টি ওয়ার্ডে ৪১ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বালিয়াটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতা করছেন ৫ প্রার্থী। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে ২য় বারের মত মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. রুহুল আমিন।
সতন্ত্র প্রার্থী হিসেবে আছেন আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী আপন দুই ভাই মীর সোহেল আহম্মদ টৌধুরী আনারস, মীর মোহাম্মদ আনিছুজ্জামান চৌধুরী মটরসাইকেল।
স্বাতন্ত্র প্রার্র্থী মো. জাহাঙ্গীর আলম ঘোড়া ও জাতীয় পার্টির মো. হাফিজ উদ্দিন লাঙ্গল প্রতীক পেয়ে মাঠে রয়েছেন।
তবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মীর সোহেল আহম্মদ টৌধুরীর আপন ছোট ভাই মীর মোহাম্মদ আনিছুজ্জামান চৌধুরী কাগজ কলমে প্রার্থী থাকলেও মাঠে কোন পোষ্টার বা ভোট চাইতে দেখা যায়নি।
মূলত এ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ই হচ্ছে নৌকা প্রতীক প্রার্থী মো. রুহুল আমিন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মীর সোহেল আহম্মদ টৌধুরীর সাথে। এখন চলছে শেষ সময়ের নির্বাচনী গণসংযোগ। প্রার্থীরা এখওন ছুটে চলছেন, ভোটারদের দ্বারে দ্বারে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৩ ডিসেম্বর ২০২১।