পুলিশ এখনও নিরপেক্ষতা অর্জন করতে পারেনি: সাটুরিয়া বিএনপির সভাপতি

সাটুরিয়া প্রতিনিধি, ২৫ নভেম্বর:

সাটুরিয়া থানা পুলিশ এখনও নিরপেক্ষতা অর্জন করতে পারেনি। ৫ আগষ্টের আগে ও পরে আমরা বিএনপির নেতাকর্মী নিয়ে থানা পাহারা দিয়ে রক্ষা করলাম। সেই পুলিশ এখন আমারা কোন অভিযোগ দিলে, আমলে নেয় না বলে অভিযোগ করেছেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ মজলিশ খান মাখন।

তিনি সোমবার দুপুরে সাটুরিয়া ডাক বাংলোতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ মজলিশ খান মাখন আরো বলেন, গত ৯ নভেম্বর সাটুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ধানকোড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লুৎফর রহমান ধামরাই উপজেলার বহিরাগত সন্ত্রাসী দিয়ে নির্বাচন বানচাল করার পায়তারা করে। এসময় মঞ্চের সামনে চিয়ার ভাংচুর করে এবং জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও উপজেলা বিএনপি নিয়ে আপত্তিকর বক্তব্য রাখেন। এর প্রেক্ষিতে সাটুরিয়া থানায় ১১ নভেম্বর লিখিত অভিযোগ করলেও থানা পুলিশ নিরপেক্ষতা বজায় না রেখে তদন্ত ও করেনি। তাছাড়া বিষয়টি তারা আমলেও নেয়নি। আমারদের অভিযোগের নিরপেক্ষ ভাবে তদন্ত কামনা করছি।

এর আগে লিখিত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার। তিনি বলেন, কতিপয় আওয়ামী লীগের দুসর সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা বিএনপি কে মিথ্যা, বানোয়াট, গুজব ছড়াচ্ছে। তাছাড়া গত ১১, ১৭ ও ২৩ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে পূনরায় গুজব ছড়াচ্ছে। এসব গুজবের তিব্র প্রতিবাদ জানান উপজেলা বিএনপির পক্ষ থেকে। এসব মিথ্যাচার করছেন যারা, তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান।

এসময় সাটুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আযাদ বিপ্লব, ধানকোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম জুয়েল, দপ্তর সম্পাদক আব্দুর রব, যুবদলের আহবায়ক আমির হামজা, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বকুল, সেচ্ছাসেবক দলের আহবায়ক মহসিন উজ্জামান, শ্রমিক দলের সভাপতি মো. মিজানুর রহমানসহ বিভিন্ন অংগ সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধানকোড়া গিরিশ চন্দ্র উচ্চ বিদ্যলয়ের শিক্ষক লুৎফর রহমান বলেন, আমি ঢাকা জেলা ছাত্রদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট ছিলাম, ধামরাই যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী। বিএনপি আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যাচার করেছে। আর গত ২৩ নভেম্বর যে ফেসবুক পেজে বিএনপি নিয়ে যা লিখছে তার সাথে আমি সম্পৃক্ত নয়।

এ ব্যাপারে সাটুরিয়া থানার ওসি তদন্ত মানবেন্দ্র বালো বলেন, বিএনপির করা অভিযোগটি তদন্ত অবস্থায় আছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৫ নভেম্বর ২০২৪।

আরো পড়ুুন