পাটুরিয়া প্রান্তে সহস্রাধিক যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায়

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৭ আগষ্ট:

পাটুরিয়া – দৌলতদিয়া নৌরুটে ভয়াবহ যানজট দেখা দিয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে শুধু পাটুরিয়া প্রান্তেই সহস্রাধিক যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায় আছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, ১৭ টি ফেরি দিয়ে যানবাহন পারা পার করা হচ্ছে। শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন, শিমুলিয়া- বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ, পদ্বার পানি বৃদ্ধি এবং পদ্মা নদীতে তীব্র স্রোত থাকায় এ নৌরুটে যানবাহনের কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। দিনভর নাকাল অবস্থা ছিল।

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পাটুরিয়া কন্ট্রোল রুমের সর্বশেষ খবর অনুযায়ী পাটুরিয়া দুই টার্মিনালে ৩ শতাধিক সড়কে আরও ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক, ২ শতাদিক ব্যাক্তিগত যানবাহন এবং ৫০টির মত যাত্রীবাহী এবং উথুলি সংযোগ মোড়ে ২ শতাধিক পন্যবাহী ট্রাক ফেরি পারা পারের অপেক্ষায় আছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিজিএম মো. জিল্লুর রহমান আরো বলেন নদীতে এতই স্রোত যে, ফেরি লোড, আনলোড এবং পাটুরিয়া প্রান্ত থেকে দৌলতদিয়া প্রান্তে পৌছাতে অতিরিক্ত ৩০-৪০ মিনিট সময় বেশী লাগছে। এতেই উভয় ঘাটেই যানবাহন অপেক্ষামান থাকতে হয়। ফেরি ট্রিপ সংখ্যা কমে গেছে। এসব মিলিয়ে শুক্রবার দিনভর পাটুরিয়া প্রান্তে ব্যাক্তিগত, যাত্রীবাহী বাস পণ্যবাহী ট্রাকের ছিল দীর্ঘ সারি। তবে শুক্রবার সকাল থেকে পণ্যবাহী ট্রাক সিরিয়ালে রেখে যাত্রীবাহী বাস ও ব্যাক্তিগত যানবাহন পারা পার করায় বিকালে এসে বাসের সংখ্যা কমে গেছে। সন্ধা থেকে পণ্যবাহী ট্রাকও পারা পার করা হবে।

এদিকে পণ্যবাহী ট্রাক চালকরা পড়েছেন সবচেয়ে বিপাকে। ২-৩ দিন অপেক্ষা করে ফেরির দেখা মিলছে না। এতে শত শত ট্রাক শ্রমিকরা পড়েছেন বিপাকে। খাবার সংকট সহ তাদের ট্রিপ সংখ্যা কমে গেছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৭ আগষ্ট ২০২১।

আরো পড়ুুন