শিবালয় প্রতিনিধি, ২৯ জানুয়ারি:
ঘন কুয়াশার কারণে সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে শুক্রবার দিবাগত রাত ১২ টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দীর্ঘ সাড়ে ৯ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দিন ভর যানবাহনের উপচে পড়া ছিল উভয় ঘাট এলাকায়। শুক্রবার বিকাল পোনে ৪ টা পর্যন্ত শুধু মাত্র পাটুরিয়া প্রান্তেই প্রায় ৮ শতাধিক যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায় আছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ডিজিএম জিল্লুর রহমান বলেন, রাত ১২ টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়লে নৌ দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া – দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে শুক্রবার সকাল সাড়ে ৯ টা থেকে পূণরায় ফেরি চলাচল শুরু হয়।
মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পাটুরিয়া ঘাটের কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী শুক্রবার বিকাল পোনে ৪ টার দিকে পাটুরিয়া প্রান্তেই শতাধিক যাত্রীবাহী বাস ও শতাধিক ব্যাক্তিগত যানবাহন, ৩ শতাধিক পণ্য বোজাই ট্রাক ও উথুলি সংযোগ মোড়ে আরও ৩ শতাধিক পণ্য বোঝাই ট্রাক ফেরি পারা পারের অপেক্ষায় আছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ডিজিএম জিল্লুর রহমান আরো বলেন, বর্তমানে ছোট বড় ১৬ টি ফেরি দিয়ে নৌরুটের উভয় ঘাটের অপেক্ষামাণ যানবাহনের মধ্যে এম্বুলেন্স, যাত্রীবাহী বাস, কাচা পণ্য বোঝাই ট্রাকগুলি নদী পারা পার করা হচ্ছে। পর্যায়ক্রমে সিরিয়াল অনুযায়ী অন্যান্য যাবহানও পার করা হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৯ জানুয়ারি।