পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে যাত্রীদের উপচে পড়া ভীড়

শিবালয় প্রতিনিধি, ৮ জুলাই:

পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে শক্রবার ভোর থেকে কাটাযাত্রীদের উপচে পড়া ভীড় থাকলেও ছিলনা যানবাহনের কোন দীর্ঘ সারি। ঢাকার গাবতুলি, সাভার, আশুলিয়াসহ রাজধানীর বিভিন্ন স্থান থেকে লোকালা বাসে করে পাটুরিয়া ঘাটে আসছে। এর পর ফেরি কিংবা লঞ্চে করে নদী পার হচ্ছেন।

এদিকে ঘাট এলাকায় প্রায় সময় টিকিট কাটার পরপরই ফেরিতে উঠতে পারছেন। তবে কাটা যাত্রীরা কিছুটা বিড়ম্বনা স্বীকার হতে হচ্ছে। গাবতুলি থেকে ছেড়ে আসা পাটুরিয়ার প্রান্তে কাটা যাত্রী নিয়ে এসে ১- ২ কিলোমিটার আগে নামিয়ে দিচ্ছে। সেখান থেকে পায়ে হেটে যাত্রীদের লঞ্চ কিংবা ফেরিতে উঠতে দেখা গেছে।

যানবাহন কম থাকায় ও যাত্রীদের চাপ বেশী থাকায় অনেক সময় কোন প্রকার যানবাহন ছাড়াই শুধু যাত্রীদের নিয়ে ফেরি ছাড়তে বাধ্য হচ্ছেন মাঝে মাঝে।

এছাড়া ঘাট এলাকায় বিগত দিনগুলোর তুলনায় দূরপাল্লা বাস ও ছোট গাড়ির চাপ বেড়েছে। ফলে ঘাট এলাকায় আগত যানবাহনগুলোকে নৌরুট পার হতে গতকালকের চেয়ে সময় একুট বেশী লাগছে। তবে এ নৌরুটে পর্যাপ্ত ফেরি চলাচল করায় বাড়তি কোনো ভোগান্তি হচ্ছে দাবী যাত্রী ও সংশ্লিষ্টদের।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো.খালেদ নেওয়াজ বলেন, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ২১ টির মধ্যে ২০ টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। শুক্রবার সকাল থেকেই যাত্রী ও যানবাহনের সংখ্যা বেড়েছে। তবে কাটা যাত্রীদের সংখ্যাই বেশী।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৮ জুলাই ২০২২।

আরো পড়ুুন