শিবালয় প্রতিনিধি, ৭ জুলাই:
ঈদের আর মাত্র ২ দিন বাকী থাকলেও স্বস্থিতে পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুট পার হচ্ছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ। বৃহস্পতিবার ভোর থেকে ৬ টা পর্যন্ত কোন যানবাহনের দীর্ঘ সারি ছিল না। টিকিটি কাটা মাত্রই ফেরিতে উঠতে পারছে যানবাহনগুলি। বৃহস্পতিবার ভোর ৬ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত মাত্র ২ হাজার ৫ শত যানবাহন পারা পার হয়েছে পাটুরিয়া থেকে দৌলতদিয়ায়। তবে দুপুরের পর থেকে কাটা যাত্রীর চাপ বেড়েছে এ নৌরুটে।
যেখানে ৭-৮ ঘণ্টা অপেক্ষা করেও ফেরি দেখা মিলত না। সেখানে ঘাটে আসা মাত্রই ফেরিতে উঠতে পারছে। পদ্ধা সেতু উদ্বোধনের পর থেকেই সেই চিরচেনা ভোগান্তীর ঘাট এখন স্বস্তির ঘাট হিসেবে পরিচিত পেয়েছে। ফলে ঈদ ঘুরমুখো যানবাহন ও যাত্রীরা নির্বিঘেœ পার হতে পারছেন।
পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, দূর পাল্লাার বাস ও ছোট গাড়ির কোনো সিরিয়াল নেই। ঘাটে এসব যানবাহন আসা মাত্রই সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে। পণ্যবাহী ট্রাক টার্মিনালে থাকলেও তেমন অপেক্ষা করতে হচ্ছে না। আগের দিনের চেয়ে ঘাট এলাকায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। তবে নৌরুটে পর্যাপ্ত ফেরি চলাচল করায় ভোগান্তি নেই।
বিআইডিব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী উপ ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, কোন যানবাহনের ফেরি ঘাটে এসে অপেক্ষা করতে হচ্ছে না। আসা মাত্রই ফেরিতে উঠতে পারছেন। তবে বিকাল থেকে কাটা যাত্রীর সংখ্যা বেড়েছে। এরা গাবতুলি, সাভার, নবিনগর, আশুলিয়া থেকে বিভিন্ন যানবাহনে পাটুরিয়া আসছেন। এখান থেকে তারা ফেরি কিংবা লঞ্চে উঠে নদী পার হয়ে পূনরায় যার যার গন্তব্য স্থলের জন্য দৌলতদিয়া থেকে যানবাহনে উঠছোন। এমন যাত্রীই এখন বেশী পার হচ্ছে এ নদী পথে। এ কর্মকর্তা আরো বলেন, বৃহস্পতিবার ভোর ৬ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত মাত্র ২ হাজার ৫ শত যানবাহন পারা পার হয়েছে পাটুরিয়া থেকে দৌলতদিয়ায় নৌরুটে। আগে ঈদের আগে ৫-৬ হাজার যানবাহন ফেরি পারাপার হত।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২১টি ফেরির মধ্যে ১৮টি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। ঈদের ২ দিন আগে এমন স্বস্থিতে পারাপার হতে পেরে এ নৌরুটের যানবাহন চালক ও যাত্রীদের মধ্যে খুশীর আমেজ বিরাজ করছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৭ জুলাই ২০২২।