শিবালয় প্রতিনিধি, ৮ সেপ্টেম্বর:
পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌরুটে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। মঙ্গলবার সকাল থেকে দিনভর এ নৌপথে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে হাজার যানবাহনগুলিকে ফেরি পারাপার হতে হয়েছে। বিকাল ৪ টার দিকেও পাটুরিয়া টার্মিনাল, উথুলি সংযোগ মোড়ে পণ্যবাহী শত শত পণ্যবাহী ট্রাক ফেরি পারা পারের অপেক্ষায় আছে।
মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে গত বৃহস্পতিবার থেকে বিভিন্ন সমস্যার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে ঐ নৌরুটের যানবাহন পাটুরিয়া- দৌলতদিয়া রুট ব্যাবহার করায় নাকাল অবস্থা তৈরি হয়েছে।
যাত্রীবাহী পরিবহন, এম্বুলেন্স, প্রাইভেটকার, পচনশীল পণ্যবাকী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পার হলেও দুই থেকে তিন দিন ফেরি পারের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে পণ্যবোঝাই ট্রাকগুলোকে। ফলে এসব যানবাহনের টিপ সংখ্যা কমে গেছে। ফলে এসব যানবাহন শ্রমিকদের পড়তে হচ্ছে নানান দুর্ভাগে।
মঙ্গলবার ভোর থেক বিকাল পর্যন্ত পাটুরিয়া দুটি টার্মিনালে ট্রাকে ভর্তি থাকায় পাটুরিয়া ঘাট থেকে প্রায় ৫ কিলোমিটার আগে উথুলী সংযোগ মোড়ে শিবালয় থানা পুলিশের একটি টিম পাটুরিয়া ঘাট এলাকায় যানজট এড়াতে শত শত পণ্যবোঝাই ট্রাক আটকে রাখে। পরে পাটুরিয়া ঘাটে অপেক্ষমান ট্রাক পার হওয়া শুরু করলে সিরিয়াল অনুযায়ী উথুলী সংযোগ মোড় থেকে ট্রাকগুলোলিকে ঘাটের দিকে ছেড়ে দেওয়া হয়।
মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক আবুল বাশার বলেন, মঙ্গলবার বিকাল ৪ টা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকায় ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক ও উথুলি সংযোগ মোড়ে দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারা পারের অপেক্ষায় আছে। তবে যাত্রীবাহী বাস ও ব্যাক্তিগত যানবাহন ঘাট এলাকায় আসা মাত্র ফেরিতে উঠতে পারছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এমনিতেই আমাদের এ নৌরুটে নাব্য সংকটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তার সাথে মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় আমাদের অতিরিক্ত যানবাহন পারা পার করা হচ্ছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৮ সেপ্টেম্বর ২০২০।