মানিকগঞ্জ প্রতিনিধি, ১৩ নভেম্বর:
নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ- রুটে দীর্ঘদিন যাবত ফেরি চলাচল ব্যাহত হওয়ায় বাড়তি চাপ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। এই বাড়তি চাপে পাটুরিয়া ঘাটে সৃষ্ঠি হয়েছে ভয়াবহ যানজট। শুক্রবার দিনভর যানজটে ভোগান্তিতে পরেছে পারের অপেক্ষায় শত শত থাকা যাত্রী ও পরিবহণ শ্রমিকরা।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. মহীউদ্দিন রাসেল বলেন, এমনিতেই শিমুলিয়া- কাঠালবাড়ী নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল করায় পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে বাড়তি যানবাহনের চাপ রয়েছে। শুক্রবার আসলেই এই বাড়তি যানবাহনের সংখ্যা আরো বেড়ে যায়।
শুক্রবার সকাল ১০ টার দিকে পাটুরিয়া প্রান্তের দুই টার্মিনালে ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক, শতাধিক ব্যাক্তিগত ও যাত্রীবাহী বাস এবং উথুলি সংযোগ মোড়ে আরও শতাদিক পণ্যবাহী ট্রাক ফেরি পারা পারের অপেক্ষায় ছিল। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যা আরো বাড়তে থাকে। নামাজের পর ধীরে ধীরে যানবাহনের সংখ্যা কমতে শুরু করেছে।
মানিকগঞ্জ ট্রাফিক বিভাগের পরিদর্শক আবুল বাশার বলেন, শুক্রবার সারাদিনই বাড়তি যানবহনের কারনে আমাদের হিমশিম খেতে হয়। শুক্রবার বিকাল সাড়ে ৪ টার পর্যন্ত পাটুরিয়া প্রান্তে দুই টার্মিনালে ৩ শতাধিক, ব্যাক্তিগত ও যাত্রীবাহী বাস মিলে ৬০ টি যানবাহন ও উথুলি সংযোগ মোড়ে শতাদিক পণ্যবাহী ট্রাক ফেরি পারা পারের অপেক্ষায় আছে। পাটুরিয়ায় পণ্যবাহী ট্রাক কমে গেলে সিরিয়াল অনুযায়ী উথুলি সংযোগ মোড় থেকে ট্রাক ছেড়ে দেওয়া হবে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া – দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ রুটে দীর্ঘদিন যাবত ফেরি সার্ভিস ব্যাহত হওয়ায় বাড়তি চাপে পড়েছে এই নৌরুটে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ নভেম্বর ২০২০।