শিবালয় প্রতিনিধি, ৮ ডিসেম্বর:
পাটুরিয়া- দৌলতদিয়ায় মঙ্গলবার দিনভর যানবাহনের দীর্ঘ সারি ছিল। ঘন কুয়াশার কারনে সোমবার রাত ১১ টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা পযন্ত টানা ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এতে উভয় ঘাটে শত শত যানবহান ফেরি পারা পারের অপেক্ষায় থাকে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বলেন, সোমবার রাত ১১ টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়লে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কেটে গেলে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ফেরি চলাচল শুরু হয়।
এতে ঘন্টার পর ঘন্টা বসে থেকে ফেরি দেখা পেতে হয় যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহনের। পণ্যবাহী ট্রাকগুলিকে ১-২ দিন ঘাট এলাকায় অপেক্ষা করে ফেরির দেখা পাচ্ছে। এতে এসব পণ্যবাহী ট্রাকগুলির ট্রিপ সংখ্যা কমে যাচ্ছে বলে অভিযোগ যানবাহন শ্রমিকদের।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে পাটুরিয়া প্রান্তে ৬০ টি যাত্রীবাহী বাস, ৪ শতাদিক পণ্যবাহী ট্রাক, ব্যাক্তিগত যানবাহন ৩০টি এবং উথুলি সংযোগ মোড়ে আরও ৩ শতাদিক পণ্যবাহী ট্রাক ফেরি পারা পারের অপেক্ষায় আছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৮ ডিসেম্ব ২০২০।