পাটুরিয়া- দৌলতদিয়ায় আধুনিকায়নের কাজ শেষ হলে ভাঙ্গন হবে না- নৌপরিবহন প্রতিমন্ত্রী

শিবালয় প্রতিনিধি, ১৬ জুলাই

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদী বন্দরে আধুনিকায়নের কাজ বাস্তবায়ন হলে দুপ্রান্তে ভাঙ্গন হবে না। ঘাটগুলো থাকবে ঝুঁকিমুক্ত। এছাড়া নৌপথগুলোর নাব্যতা ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। এসব বিষয়ের সার্বিক তদারকি করছে মন্ত্রণালয়।

শুক্রবার বিআইডব্লিউটিএ’র জাহাজযোগে পাটুরিয়া ও দৌলতদিয়ার নদী ভাঙ্গন এবং ‘পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাট আধুনিকায়ন প্রকল্প’ এলাকা পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, পাটুরিয়া ও দৌলতদিয়া নদী বন্দরে ১ হাজার ৩৫১ কোটি টাকা ব্যয়ে আনুষাঙ্গিক সুবিধাদিসহ আধুনিকায়নের কাজ বাস্তবায়ন করা হবে। এতে করে জনগণের দুর্ভোগ কমে যাবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে করোনার অবস্থা ভয়াবহ রুপ ধারণ করেছে। প্রতিদিনই শনাক্ত ও মৃত্যু সংখ্যা বেড়েই চলছে। দেশের স্বার্থে সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সচেতনতার কোনো বিকল্প নাই।

এসময় বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, বিআইডব্লিউটিসির আচিরা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতনা, শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ কবিরসহ জেলা উপজেলা পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরপরে খালিদ মাহমুদ চৌধুরী পাবনার কাজীরহাট ঘাট পরিদর্শন করেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ জুলাই ২০২১।

আরো পড়ুুন