পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় শত শত যানবাহন

শিবালয় প্রতিনিধিঃ ২২ সেপ্টম্বর,

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে নাব্যতা সংঙ্কট ও শিমুলীয়া-কাঠঁলবাড়ী রুটে সিমীত আকারে ফেরি চলাচল করার কারনে পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে শত শত পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন।

মঙ্গলবার ভোর থেকে পাল্লা দিয়ে যানবহনের সংখ্যা বাড়ছে। এতে চরম দুর্ভোগে পরেছে হাজার হাজার যানবাহনের শ্রমিক যাত্রী ও চালকরা।

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের সার্জেন্ট গুলজার হোসেন বলেন, মঙ্গলবার দুপুর দেড় টার দিকে পাটুরিয়া দুই টার্মিনালে তিন শতাধিক ট্রাক, দুই শতাধিক ছোট গাড়ি, ৫০ টির মত যাত্রীবাহী বাস ও উথুলি সংযোগ মোড়ে আড়ই শতাদিক ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। তবে যানবাহন ফেরি পারা পারের সাথে আবার নতুন করে যানবাহনের সাড়ি দীর্ঘ হচ্ছে।

বিআইডবিøউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, শিমুলীয়া-কাঠঁলবাড়ী রুটে ফেরি সিমীত আকারে চলাচল করায় ওই রুটের প্রতিদিন তিন-চারশত বাড়তি ট্রাক এ রুটে আসছে। পাশপাশি নদীতে নাব্যতা সংঙ্কটের সাথে ফেরি স্বল্পতা দেখা দিয়েছে। পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ১৯টি ফেরি মধ্যে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারা পার করা হচ্ছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২২ সেপ্টেম্বর ২০২০।

আরো পড়ুুন