শিবালয় প্রতিনিধি, ১৪ অক্টোবর:
মানিকগঞ্জের শিবালয়ে পাজেরো জিপ চাপায় সেলিম মিয়া (৫) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার তেঘরী এলাকায় পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম ওই এলাকার লাভলু মিয়ার ছেলে।
এ ঘটনায় স্থানীয় জনতা এক ঘটনা ওই সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ রাখে। পরে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাটে সকল ছোট গাড়ি বাইপাস রোড দিয়ে ফেরিতে উঠে। দুপুর পুনে বারটার দিকে ওই এলাকার স্থানীয় সেলিম নামের এক শিশু রাস্তা পার হবার সময় দ্রুত গতিতে আসা একটি পাজেরো চাপা দিলে শিশুটি ঘটনা স্থলে মারা যান।
এ ঘটনায় গাড়িটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৪ অক্টোবর ২০২০।