পাটুরিয়ায় পণ্যবাহী ট্রাকের চাপ

শিবালয় প্রতিনিধি, ৩ জুলাই:

দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১টি জেলার প্রবেশ পথ পাটুরিয়া- দৌলতদিয়ায় নৌরুট। গত কয়েকদনি ধরে পদ্মা-যমুনায় পানি বৃদ্ধির ফলে ব্যহত হচ্ছে ফেরি চলাচল। তীব্র স্রোতে ফেরি চলাচলে দ্বিগুন সময় লাগায় পাটুরিয়া বাড়ছে যানবাহনের চাপ।

তীব্র স্রোতের কারনে ঘাট এলাকায় বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যা বাড়ছে। এতে উভয় ঘাটে শত শত যানবাহন শ্রমিক ও যাত্রীদের দুর্ভোগ বাড়ছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, ফেরি চলাচলে স্বাভাবিক সময়ের চাইতে দ্বিগুন সময় লাগছে। যে কারণে ঘাটে যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। তবে, যাত্রীবাহী বাস চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাটে ৪ শতাধিক পণবাহী ট্রাক পাড়ের অপেক্ষায় রয়েছে।

এই নৌরুটে ১৭টি ফেরির মধ্যে মোট ১৩টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এর মধ্যে রোরো (বড়) ফেরি ৭টি, ইউটিলিটি (মাঝারি) ৫টি ও একটি ছোটফেরি রয়েছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩ জুলাই ২০২০।

আরো পড়ুুন