শিবালয় প্রতিনিধি, ১৬ মে
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। রবিবার ভোর থেকে দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটে ছেড়ে আসা প্রতিটি ফেরিতেই যাত্রী ও যানবাহনের ভিড় দেখা গেছে। তবে পর্যাপ্ত সংখ্যক ফেরি চলাচল করায় যাত্রীদের কোন দুর্ভোগ পোহাতে হচ্ছেনা। অপরদিকে গণ পরিবহন বন্ধ থাকায় এসব যাত্রীরা পড়েছেন বিপাকে।
গণ পরিবহন বন্ধের পাশা- পাশি বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। তবে পর্যাপ্ত ফেরি থাকায় যাত্রী ও ছোট যানবাহন ঘাট এলাকায় আসামাত্র ফেরি পাওয়ায় পার হতে কোন সমস্যা হচ্ছেনা। তবে সড়ক-মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল না করায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। জেলার অভ্যন্তরীণ গণপরিবহন, মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলে যোগে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে ভেঙ্গে ভেঙ্গে যেতে হচ্ছে কর্মস্থলে।
অপরদিকে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে নবীনগরের ভাড়া বাসভেদে ৩০/৪০ টাকা। তবে যানবাহনের তুলনায় মানুষের চাপ থাকায় যাত্রীদের কাছ থেকে তিনগুন বেশি ভাড়া আদায় করছেন পরিবহন শ্রমিকেরা। যানবাহন না থাকায় একপ্রকার বাধ্য হয়েই বাড়তি ভাড়া দিয়ে কর্মস্থলে যাচ্ছে সাধারণ যাত্রীরা। একই অবস্থা ঢাকামুখী প্রাইভেটকার ও মোটরসাইকেল চালকদের।
বিআইডব্লিউটিসি’র আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য ছোট বড় ১৬ টি ফেরি প্রস্তুত রাখা হয়েছে। যানবাহনের প্রয়োজন অনুযায়ী ফেরি বাড়ানো কমানো হচ্ছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ মে ২০২১।