শিবালয় প্রতিনিধি, ৩১ অক্টোবর:
পাটুরিয়ায় উল্টে যাওয়া ফেরি উদ্ধার করতে বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজের উদ্ধারকারী জাহাজ আসছে সোমবার।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক (উদ্ধার) মো. ফজলুল রহমান বলেন, ফেরিটির উদ্ধারকাজে অংশ নেবে বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ, মন্ত্রণালয়ে জরুরি বৈঠক শেষে সিদ্ধান্ত হয় ফেরি উদ্ধারের। সব ঠিক থাকলে আগামীকাল সোমবার তাদের উদ্ধারকারী জাহাজ পৌঁছানোর কথা রয়েছে দুর্ঘটনা স্থলে।
বিআইডব্লিটিএর সাথে বেসরকারী সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ কম্পানির ২৫০ টন সক্ষমতার তিনটি ক্রেন উদ্ধারকাজে অংশ নেবে।
জিনোইন এন্টারপ্রাইজ লিমিটেডের সিইও বদিউল আলম বলেছেন, আমানত শাহ তোলার মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছে। ডুবে যাওয়া ফেরি আমানত শাহকে তোলার জন্য প্রায় দুই কোটি টাকা ব্যায়ে চুক্তি করা হয়েছে। আগামী কাল সোমবার বিকেলের দিকে আমানত শাহ ফেরি তোলার জন্য আমাদের সকল ধরনের যন্ত্রাংশ নিয়ে পৌছাবে উদ্ধারকারী টিম। প্রথম দিকে ডুবুরিরা দেখবে এবং পরে তাদের মন্তব্যের উপর ভিত্তি করে ফেরিটি তোলার প্রস্তুতি নেওয়া হবে।
গত বুধবার সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়া পাঁচ নম্বর ফেরি ঘাটে আমানত শাহ নামের একটি রোরো ফেরি যানবাহনসহ ডান দিকে কাত হয়ে যায়।
এদিকে নৌরুটে মাত্র ১৬টি ফেরি দিয়ে পারাপার করায় এবং ঘাট সংকটের কারনে পাটুরিয়া ঘাটের ৩ কি.মি যানজটের সৃষ্টি হয়েছে।
অপর দিকে ফেরি উল্টে যাবার সিদ্ধান্ত নিলেও উদ্ধারকৃত যানবাহন মালিকদের নিকট হস্তান্তর না করায় আজও ক্ষোভ জানিয়েছেন চালক, মালিকরা।