পাটুরিয়ায় উদ্বারকারী জাহাজ প্রত্যয় নয়, আসছে রুস্তম

হাসান ফয়জী, পাটুরিয়া থেকে, ২৯ অক্টোবর.
পাটুরিয়ায় উল্টে  যাওয়া ফেরি থেকে শুক্রবার সকাল সাড়ে ৭ টা থেকে ৩য় দিনের মত যানবাহন উদ্বার কাজ শুরু করেছে।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান গোলাম ছাদেক শুক্রবার সকালে সাংবাদিকদের জানিয়েছেন,


পাটুরিয়ায় উদ্বারকারী জাহাজ প্রত্যয় নয়, রুস্তমকে আনার সিদ্বান্ত নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, নিখোজ কিংবা ডুবে থাকা যানবাহন আগে উদ্বার শেষ করা হবে। তারপর পর ফেরি উদ্বারের কাজ শুরু করা হবে। প্রয়োজনে ফেরি উঠাতে সক্ষম বেসরকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হবে।
শুক্রবার সকালে হামজা ৪ ঘন্টায় মাত্র একটি ট্রাক পানি থেকে উপরে তুলতে সক্ষম হয়েছে। এ নিয়ে মোট ১০ টি বড় যানবাহন ও একটি মটর বাইক উদ্বার করা হল।
শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকেও  কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
মানিকগঞ্জ জেলা মোহাম্মদ আব্দুল লতিফ ঘটনা স্থল থেকে সকাল পোনে ১২ টার দিকে এ প্রতিবেদককে বলেন, দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমার জেলা প্রশাসন ৫ দিনের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট দেবার কথা। কিন্তু ফেরি উদ্বার কাজ ৫ দিনে হয়ত সম্ভব হবে না। সেক্ষেত্রে তারা সময় আবেদন বাড়িয়ে দেওয়া হবে।
অপর দিকে ৫ নাম্বার ঘাট বন্ধ থাকায় পাটুরিয়ায় তীব্র যানজট দেখা দিয়েছে। সকালে ১৪ টি ফেরি দিয়ে যানবাহন পারা পার করা হচ্ছে। সকাল সাড়ে ১১ টার দিকে পাটুরিয়া প্রান্তে ৩ কিলোমিটার যানজটে প্রায় সহস্রাধিক যানবাহন পারা পারের অপেক্ষায় আছে জানিয়েছেন ট্রাফিক বিভাগ।
উল্লেখ্য গত বুধবার সকাল পোনে ১০ টার দিকে ১৪ টি যানবাহন নিয়ে  রো রো শাহ আমানত ফেরিটি পাটুরিয়ার ৫ নাম্বার ঘাটে নোঙ্গর করতে গিয়ে উল্টে যায়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৯ অক্টোবর ২০২১।

আরো পড়ুুন