পাটকল ইজারা ও বিক্রি করার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি, ২০ সেপ্টেম্বর:

রাষ্ট্রায়ত্ত পাটকল ইজারা দেওয়া ও বিক্রি করার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কৃষক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে রবিবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্তরে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা কৃষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শংকর প্রসাদ ভৌমিক, জেলা কমিউনিস্ট পার্টি’র সভাপতি প্রফেসর আবুল ইসলাম শিকদার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মাস্টার, কৃষক সমিতির সাধারণ সম্পাদক সেতোয়ার হোসেন খান ও জেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ও পিপিপি, লিজ বা ব্যক্তিমালিকানায় বিক্রি করা বন্ধ করতে হবে। সেই সাথে বাংলাদেশের ঐতিহ্যের ধারক হিসেবে বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো রাষ্ট্রীয় খাতে রেখেই আধুনিকায়ন করে চালু করার দাবি করেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ সেপ্টেম্বর ২০২০।

আরো পড়ুুন