হরিরাপমুর প্রতিনিধি, ৭ সেপ্টেম্বর:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নকে পদ্মার ভাঙন থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করেছে আজিমনগর ইউনিয়নবাসী।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আজিমনগর পদ্মাপাড়ে এবং আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন আয়োজন করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা নদীভাঙন রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
গত কয়েকদিনের ভাঙনে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের শতাধিক পরিবারের বসতভিটা, ফসলি জমি, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, ৫৭ নং হারুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুইটি আশ্রয়ন প্রকল্প, দুইটি আদর্শ গ্রাম, বাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৭ সেপ্টেম্বর ২০২১।